ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

স্পেনেও ১০ হাজার ছাড়ালো প্রাণহানি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৩ এপ্রিল ২০২০

করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে ইউরোপের দেশ স্পেন। যেখানে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬১ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৩৪৮ জনে। 

আজ শুক্রবার বিশ্বখ্যাত পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে। 

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা গত সপ্তাহের তুলনায় আবারও বাড়তে শুরু করেছে। এতে করে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্র, ইতালির পর স্পেনেও সংখ্যা লাখ ছাড়িয়েছে। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। 

করোনার থাবায় সাধারণ মানুষের সঙ্গে বিপর্যস্ত দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। ভাইরাসটির দোপট থামাতে তিন সপ্তাহের লকডাউন চলছে। এর মাঝে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। 

মরণ এ ব্যাধিতে শুধু ইউরোপেই ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যেখানে সর্বোচ্চ মৃতের সংখ্যা ইতালিতে। ইউরোপের এই দেশটিতে শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ হাজার ৯১৫। যেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। 

বিশ্বের দুইশর বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনা ভাইরাসে আজ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জনে ঠেকেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৫৩ হাজার ১৯০ জনের। আর সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ২ লাখ ১২ হাজার ২২৯। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি